গাজীপুরের বাসন থানাধীন কড্ডা এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ।
খবরের সময় ডেস্ক
গাজীপুর সিটি কর্পোরেশন কড্ডা এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) সকালে কড্ডা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম।নিহত সত্য রঞ্জন দেবনাথ (৪০) নরসিংদীর পলাশ থানার পন্ডিতপাড়া এলাকার সুভাষ দেবনাথের ছেলে। তিনি কড্ডা পাওয়ার পয়েন্ট হেলপার পদে চাকরি করতেন।স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, সকাল সাড়ে ৮টার দিকে সত্য রঞ্জন দেবনাথ নরসিংদীর গ্রামের বাড়িতে যাওয়ার জন্য কড্ডা ট্রাকস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এক পর্যায়ে তার স্ত্রী ওই মোটরসাইকেলে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যান। এসময় পেছন দিক থেকে আসা গাজীপুর চৌরাস্তাগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সত্য রঞ্জন দেবনাথ এর মৃত্যু হয়।এসআই কামরুল ইসলাম আরও জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।